Thursday, March 13, 2025

৫ জন শয়তানের নাম বলে দিতে চান মির্জা আব্বাস

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি মন্তব্য করেছেন যে, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না; শয়তান লোকই করে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। আমি চাইলে পাঁচ জনের নাম বলে দিতে পারি, কিন্তু আমি প্রকাশ্যে তার অবস্থান থেকে বলবো না, মাইকে বলবো না। আপনারা চাইলে আমি গোপনে বলতে পারি। শয়তান ধরার জন্য যেতে হবে না বন-জঙ্গলে; আশেপাশেই শয়তান আছে। তাদেরকে আগে ধরেন।”

আরও পড়ুনঃ  চরমোনাই সফরে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচন নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “ভাবসাব এমন, নির্বাচন আসলে শুধু বিএনপিই নির্বাচনে যাবে, আর কেউ যাবে না। কিন্তু নির্বাচন এলে নাকে খত দিয়ে আসবেন, কারণ বিএনপি নির্বাচনের কথা বলেছে।”

অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি কোনো অশুভ শক্তির কার্যক্রম বাস্তবায়ন হতে দেবে না এবং ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গাজীপুরে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ