Thursday, March 13, 2025

গোপনে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার শেখ হেলালের ক্যাশিয়ার

আরও পড়ুন

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেখ হেলালের ক্যাশিয়ার সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোপনে দেশ ছাড়ার সময় তিনি গ্রেপ্তার হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক। তিনি বলেন, সোহেল মুরাদের নামে একাধিক মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র দাবি করছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হেলালের প্রভাব কাজে লাগিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক লুটের মতো কাজ করেছেন সোহেল মুরাদ। অভিযোগ রয়েছে শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  আ. লীগের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের জোগান দেন এই সোহেল মুরাদ। সোহেলকে গ্রেপ্তারের পর বিএনপির এক নেতা তাকে ছাড়িয়ে নিতে সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে তদবির শুরু করেছিলেন তবে তার আগেই সোহেলকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ