Friday, May 2, 2025

ছোটো দুই ভাইয়ের মতো একইভাবে প্রাণ দিলেন বড় ভাই

আরও পড়ুন

ছোটো দুই ভাইয়ের মতো একইভাবে প্রাণ দিলেন বড় ভাই
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোটো দুই ভাইয়ের মতোই আত্মহত্যা করেছেন মো. জুয়েল (৪৫) নামে এক যুবক। শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

জুয়েল ফতুল্লার দাপা এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকরি করতেন। জুয়েলের দুই শিশু সন্তান রয়েছে।

এর আগে ২০০৫ সালে নিহতের ছোটো ভাই রুবেল এবং ২০১৮ সালে সাকিব পারিবারিক কলহের কারণে ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ  হাসিনার জন্য এলিট ফোর্স পাঠাচ্ছেন ট্রাম্প! ব্যঙ্গ নাকি সত্যি?

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জমির জন্য বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ