Sunday, March 9, 2025

ছাত্রীদের রক্ষা করায় বখাটের হাতে লাঞ্ছিত শিক্ষক

আরও পড়ুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এক শিক্ষক বখাটের হাতে হেনস্তার শিকার হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় এই ঘটনা ঘটে। হেনস্তার শিকার ওই শিক্ষকের নাম আবদুর রহমান ঢালী। রনি দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।

আবদুর রহমান ঢালী দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দৈনিক প্রথম আলোর দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার হাটচান্দিনা গ্রামের দিলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বখাটে রনি। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের সময় সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বখাটে রনি উপস্থিত হয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এ সময় আবদুর রহমান ঢালী ও সহকারী শিক্ষক সীমা রানী দাস ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসেন এবং তাদের একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেন।

আরও পড়ুনঃ  বান্ধবীকে কোলে তুলে বাইক চালিয়ে ভিডিও

শিক্ষক আবদুর রহমান ঢালী বলেন, এরপর শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছায়। বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সকল শিক্ষকরা চলে গেলে ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে না পেরে রনি সহযোগীদের নিয়ে গৌরীপুর বাজারে তার ওপর আক্রমণ করেন। এসময় বাজারের লোকজন জড়ো হলে রনি দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর শিক্ষক আবদুর রহমান ঢালী স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে অবহিত করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম এবং দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামকে বিষয়টি অবহিত করেন আবদুর রহমান ঢালী।

আরও পড়ুনঃ  যে শর্তে হাসিনাকে ফেরত দিবে ভারত! চাঞ্চল্যকর তথ্য দিলো ভারতীয় মিডিয়া

এ ঘটনার নিন্দা জানিয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, তিনি বিষয়টি জেনেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ