ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা রাস্তার ধারে একটি বাইক দাঁড় করানো রয়েছে। তার সামনে এক তরুণীকে কোলে তুলে হাঁটছেন এক তরুণ। কোলে তোলা অবস্থাতেই বান্ধবীকে নিয়ে বাইকের উপর চড়ে বসেন।
বান্ধবীকে কোলে তুলে বাইকে বসালেন। কোলে বসিয়ে বাইকও চালাতে চালাতে রিলও বানালেন। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর জেলার গঙ্গা ব্যারেজ এলাকায়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কানপুর পুলিশ ওই বাইকচালক তরুণের বিরুদ্ধে মামলা রুজু করেছে বলে খবর। ওই যুবকের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।