Thursday, May 1, 2025

আমরা হাসিনারেই তো গুনি নাই, এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী: ইশরাক

আরও পড়ুন

পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগতে রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে এবং ষড়যন্ত্র করছে এই কথাটি আমরা শুরু থেকে বারবার বলেছি। গাজীপুরের পুরো ঘটনায় সেই কথাটি প্রমাণ হয়েছে। এখনও আমরা বলছি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, সচিবালয়সহ সব জায়গায় এদের অপসারণ ও গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক নাফিসার গল্প

তিনি আরও বরেন, এত ভয় পাওয়ার কী আছে? সেনাবাহিনী বা সরকারের গুরুত্বপূর্ণ জায়গার ব‍্যাপারে বলা যাবে না, ছোঁয়া যাবে না, কওয়া যাবে না কথা? আমরা জনগণ হাসিনারেই তো গুনি নাই, আর এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী। অবিলম্বে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ