পহেলা বৈশাখের আয়োজন কীভাবে হবে, মঙ্গল শোভাযাত্রার মোটিফ কী নির্ধারণ হবে— আয়োজকদের আলাপ করে নিতে বললেন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।
পোস্টটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
‘এপ্রিলে আসছে পহেলা বৈশাখ। আমরা কীভাবে পালন করবো এই পহেলা বৈশাখ? রমনার বটমূলে ছায়ানট কি গানের নির্বাচনে আওয়ামী বয়ান ফেরি করবে? এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিলো, এখন আমরা জাহেলিয়াতে প্রবেশ করেছি!!
মঙ্গল শোভাযাত্রা হবে? কী মোটিফ নেব মিছিলে। নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে? মঙ্গল শোভাযাত্রার থিম হিসেবে আওয়ামী বয়ানের কালচারাল এক্সপ্রেশন ইউজ করা হতো। সেটা কি এবারও করা হবে? আনন্দবাজার কি এবারও রিপোর্ট করবে পহেলা বৈশাখ যেন দুর্গাপূজার অষ্টমির একডালিয়া??!!
যারাই আয়োজন করেন। আমাদের সাথে আলাপ করে নেবেন। মতামত নেবেন। নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে চাইলে বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে এনগেইজড হয়ে অনুষ্ঠান চূড়ান্ত করুন।
পহেলা বৈশাখকে ঘিরে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করতে দেবোনা। পিরিয়ড।’