Thursday, May 1, 2025

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি বাড়ানোর তাগিদ ধর্ম উপদেষ্টার

আরও পড়ুন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি বাড়ানোর বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন।

শনিবার (৭ আগস্ট) সকালে রাজশাহীর পবা উপজেলায় মডেল মসজিদ পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কেউ যেন ধর্মীয় চেতনার বিপরীতে কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি।’

আরও পড়ুনঃ  ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

তিনি আরও বলেন, ‘ধর্মের মূল বার্তা হল শান্তি, সহনশীলতা এবং মানবতার সেবায় কাজ করা। প্রতিটি মানুষের জীবনে এই শিক্ষাগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠানে পারস্পরিক সম্মান ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে, যাতে সমাজে কোনো বিভেদ বা বিদ্বেষের সৃষ্টি না হয়।’

ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, ‘একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়তে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার গুরুত্ব অপরিসীম। সরকার ধর্মীয় শিক্ষার প্রসারে কাজ করছে, যাতে মানুষ তাদের নিজ নিজ ধর্মের মূলনীতি সম্পর্কে সঠিকভাবে সচেতন হতে পারে।’

আরও পড়ুনঃ  কেমন ছাত্র রাজনীতি চান, জানালেন শায়খ আহমাদুল্লাহ

এ সময় তিনি উগ্রবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ করেন।

পরে ধর্ম উপদেষ্টা ডাঙ্গিপাড়া আল জামিয়া আস সালাফিয়্যাহ এবং নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামি আস সালাফি পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ  দশ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের তাসফিয়া মাহী

অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ