Friday, March 14, 2025

বঙ্গবন্ধু প্রসঙ্গে কাদের সিদ্দিকী: পিতাকে বাতিল করলে সন্তানের পরিচয় থাকে না

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া বাংলাদেশের পরিচয় অসম্পূর্ণ থেকে যায় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এ কথা বলেন।

সারাদেশে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজ চেয়ারম্যান, মেয়র বাতিল হয়েছে। এরপর বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না।”

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, “দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতেরও না, দেশটা চৌদ্দ দলেরও না, দেশটা আঠারো কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।”

আরও পড়ুনঃ  পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

৩২ নম্বরে কাদের সিদ্দিকীর গাড়িতে হামলা, বললেন, ‘এখনও চর দখলের মতো চলছে’৩২ নম্বরে কাদের সিদ্দিকীর গাড়িতে হামলা, বললেন, ‘এখনও চর দখলের মতো চলছে’ ১৫ আগস্ট ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করা হয়। এ হামলা সম্পর্কে তিনি বলেন, “কিছু লোক বলে বিএনপি ভেঙেছে, কিছু লোক বলে জামায়াত-শিবির ভেঙেছে। আমি বলি এটি শয়তান ভেঙেছে। যদি আমার আরেকটি গাড়ি ভাঙচুর করেও দেশের শান্তি আসে তাতেও আমার কোনো দুঃখ নেই।”

আরও পড়ুনঃ  চাকরিতে নিয়োগ কার্যক্রম শুরু ও আবেদন ফি বাতিলের আহ্বান

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজদে জয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জয় বাবা, তুমি যেগুলা বলো তাতে এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল, তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা, বিকেলে এক কথা বলে মানুষের কষ্ট আর বাড়িয়ে দিও না। আদব কায়দা শেখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না।”

আরও পড়ুনঃ  মন্দিরে আগুন, সন্দেহের জেরে ২ ভাইকে পিটিয়ে হত্যা

কাদের সিদ্দিকী: বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মরণ হলে ভালো হতোকাদের সিদ্দিকী: বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মরণ হলে ভালো হতো
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ