Friday, March 14, 2025

কখন ঢাকায় পৌঁছাবেন ড. ইউনূস জানা গেল

আরও পড়ুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুপুরে ঢাকায় পৌঁছাবেন। এরপর রাত ৮টায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে।

বুধবার ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্যারিস থেকে দুবাইয়ের এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আরও পড়ুনঃ  জামিন পাননি শিশু নূরীর মা

এদিকে, বুধবার সেনাসদরে বিফ্রিংয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে।’

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ