Wednesday, April 30, 2025

অভিনেতা সিদ্দিককে মারধর, থানায় সোপর্দ

আরও পড়ুন

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। সিদ্দিককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনা এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা। এমন সময় একদল যুবক তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলেন। এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে তারা মারধর শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়। এসময় কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক।

আরও পড়ুনঃ  জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা

এসময় মারধর করতে করতে তাকে রমনা থানার দিকে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে কয়েকজন পুলিশকে এগিয়ে আসতে দেখা যায়। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়।

অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম।

আতিকুল আলম গণমাধ্যমকে বললেন, ‘৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তার জামাকাপড় ছেঁড়া ছিলো। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’

আরও পড়ুনঃ  যেকারণে মাদারীপুরে রাজৈরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট পর্দার একজন পরিচিত মুখ। বিভিন্ন নাটকে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।

সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক। পরে ঢাকা-১৭ উপ-নির্বাচনেও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন, তবে শেষ পর্যন্ত কোনোবারই প্রার্থী হতে পারেননি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ