Saturday, March 8, 2025

পিলখানা হত্যাকাণ্ডের বিচারের সময়সীমা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শহীদ সেনা পরিবারদের দুইটা দাবি ছিলো, একটা হলো বিচারের দাবি আরেকটা শহীদ সেনা দিবস ঘোষণা। আমরা শহীদ সেনা দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে। বিচারের জন্য আমরা কমিশন করে দিয়েছি। তিন মাসের ভিতর তারা রিপোর্ট জমা দিবে, তার ভিত্তিতে যারা জড়িত কিন্ত বাইরে আছে তাদের বিচারের আওতায় আনব আমরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদতবার্ষিকী ও ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কী বলছেন আইন বিশেষজ্ঞরা?

গত ১৫ বছর কেনো এই বিচার করা যায়নি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো আমি জানি না। আপনারা এখন যেমন প্রশ্ন করতে পারেন, তখন তো এমন প্রশ্ন করতে পারেননি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ