Thursday, March 13, 2025

‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত খবরটি সঠিক নয় : প্রধান উপদেষ্টার প্রেস উইং

আরও পড়ুন

একটি জাতীয় দৈনিকের প্রকাশিত ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে খবরটি সঠিক নয়। দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংস ফ্যাক্টস-এর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘দৈনিক জনকণ্ঠে ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত খবরটি সঠিক নয়। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে অনলাইনে প্রকাশিত এই খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।’

আরও পড়ুনঃ  আদালতে হট্টগোল, রিমান্ড নামঞ্জুর পূজামণ্ডপে ইসলামি গান গাওয়া দুজনের

প্রেস উইং থেকে বলা হয়েছে, ‘ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ