Friday, March 14, 2025

৩২ থেকে পলাতক ৪ নেতার লাশ উদ্ধারের নেপথ্যে যা জানা গেল

আরও পড়ুন

সম্প্রতি,‘ব্রেকিং:- ধানমন্ডি ৩২ নাম্বর থেকে পলাতক ৪ নেতার লাশ উদ্ধার বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্ট চেক রিউমর স্ক্যানার বলছে, ধানমন্ডি ৩২ নাম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সালে ৬ আগস্টের ঘটনাকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সম্বলিত পোস্টগুলোর মন্তব্য ঘরে থাকা newspaper24.xyz নামের একটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে ‘ধানমন্ডি ৩২ নাম্বার থেকে পলাতক ৪ নেতার লাশ উদ্ধার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির প্রকাশের তারিখ হিসেব ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ রয়েছে।

উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিবেদনের শুরুতে মঙ্গলবার (১৬ ই ফেব্রুয়ারি) বলা হলেও ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ছিল রবিবার।

আরও পড়ুনঃ  এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের

পরবর্তীতে প্রাসঙ্গিক কী ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২৪ সালের ০৬ আগস্ট মূলধারার গণমাধ্যম দৈনিক আমাদের সময়ে ‘ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের শিরোনাম ব্যতীত বিস্তারিত তথ্যের সাথে আলোচিত দাবি সম্বলিত ভুঁইফোড় অনলাইন পোর্টালের প্রতিবেদনটির তথ্যের হুবহু মিল রয়েছে।

দৈনিক আমাদের সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ‘রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪টি অগ্নিদগ্ধ লাশ পাওয়া গেছে। ৬ আগস্ট (মঙ্গলবার) সকালে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পূর্ব দিকের ৩ নম্বর বাড়িতে লাশগুলোর সন্ধান মেলে। সকাল পৌনে ৮টার দিকে লাশগুলো বের করেন উপস্থিত কয়েক জন। যে বাড়িতে লাশগুলো পাওয়া গেছে তার একটি ভবনে সংগীতশিল্পী রাহুল আনন্দ থাকেন। গতকাল সোমবার বঙ্গবন্ধুর বাসভবন তথা স্মৃতি জাদুঘরসহ আশপাশের ৫টি বাড়িতে আগুন দেওয়া হয়।(…)লাশ উদ্ধারকারীরা জানান, প্রথমে তারা তিনটি লাশ দেখতে পান। পরে আরও একটি লাশের দেখা মেলে। দুটি লাশ এতটাই পুড়েছে যে চেনা যাচ্ছে না। তাদের ধারণা, আগুন দিতে কিংবা লুট করতে নিহতরা এখানে ঢুকেছিলেন। এটি রান্নাঘর হওয়ায় হয়তো গ্যাস বিস্ফোরণে তারা মারা গেছেন।’

আরও পড়ুনঃ  ছাত্র-তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ

সেসময় ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা নিয়ে মূলধারার অন্যান্য গণমাধ্যমগুলোও প্রতিবেদন (১,২) প্রকাশ করেছে।

অর্থাৎ, ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাটি গত ১৬ ফেব্রুয়ারির নয়।

তাছাড়া, আলোচিত দাবির পোস্টগুলোতে লাশগুলো পলাতক নেতাদের বলে দাবি করা হলেও এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে লাশগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

উক্ত ঘটনায় প্রকাশিত প্রতিবেদনে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ ইমরান নামের এক পথশিশুর বরাত দিয়ে জানায়, সোমবার (০৫ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু ভবনে ভাঙচুরের সময় সে এখান থেকে ছোট ছোট রড কুড়াতে ঢুকে। তখন হাতে ব্যান্ডেজওয়ালা (চার লাশের একটি) তরুণকে ভেতরে জিনিসপত্র কুড়াতে দেখেছিল। সকালবেলা দেখে, এখানে তার লাশ পড়ে আছে।

আরও পড়ুনঃ  আমেরিকার লাল তালিকায় বাংলাদেশের নাম

সুতরাং, ২০২৪ সালে ৬ আগস্টের ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাকে গত ১৬ ফেব্রুয়ারির ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ