Friday, March 14, 2025

জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে, জানালেন সারজিস আলম

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদের নাম জানিয়েছেনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে সারজিস আলম এ তথ্য জানান।

সরজিস আলম লিখেন—‘আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে?’ এরপর তিনি লিখেন—‘৩ মাসের একটা বাচ্চা!!’

জাতীয় নাগরিক কমিটির এ মুখ্য সংগঠক আরও লিখেন, ‘অসীম সাহসী এক মা তিন মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন। ৫ আগস্ট কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর কখনো মা হতে পারবে না এই শহীদের মা।’

আরও পড়ুনঃ  মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে হতাশ গ্রাহকরা

সারজিস লিখেন, ‘বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো? আশেপাশে থেকেও একটাবার বললেন না—‘ভাইয়া আমিও শহীদের মা!!’

সারজিস আলম আরও লিখেন, ‘রাজশাহীর না, গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ—‘শহীদ মুহাম্মদ’। তিনি লিখেন—মা ভেবেছিল ছেলে হবে তাই এই নাম ঠিক করেছিলেন মনে মনে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ