Friday, March 14, 2025

সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেপ্তারের দাবি, যা জানা গেল

আরও পড়ুন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়েছে। যেখানে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্কের পুলিশ। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে এমন তথ্যটি প্রচার করা হয়েছে।

এ নিয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি দেশের একটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। ‘নিউইয়র্ক পুলিশের হাতে ইলিয়াস হোসেন গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৮ ফেব্রুয়ারি সকালে নিউইয়র্কের স্টাটেন আইল্যান্ড এলাকা থেকে ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুনঃ  থাকবে না ধানমন্ডি ৩২, লাখ লাখ মানুষকে ধানমন্ডি ৩২ নাম্বারে যাওয়ার আহ্বান পিনাকীর

অন্যদিকে ঘটনার একদিন পর ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি দেশের মূল ধারার আরেকটি গণমাধ্যম থেকে জানা যায়, গ্রেপ্তারের পরদিন (১৯ ফেব্রুয়ারি, ২০২৪) সকালে নিউইয়র্কের কুইন্স ফৌজদারি আদালতে হাজির করা হলে বিচারক ইলিয়াস হোসেনকে জামিন দেন। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, সে সময় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার বাদীকে হয়রানি, জবরদস্তি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছিল। তবে গ্রেপ্তারের পরদিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ইলিয়াস হোসেন এবং একই দিন তিনি জামিনে মুক্ত হন।

আরও পড়ুনঃ  আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

তবে এক বছর পর আবারও একই তারিখে (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের তথ্য ছড়ায়। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ কর্তৃক ইলিয়াস হোসেনকে গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই ইন্টারনেটে এমন দাবিটি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

ফেসবুকে তার গ্রেপ্তারের তথ্যটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পর্যবেক্ষণে জানা যায়, এমন ধরনের বিভ্রান্তি তৈরিতে ফেসবুকের ‘মেমোরিজ’ ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগের বছরগুলোর ঘটনা এই ফিচারটি ব্যবহারকারীদের স্মরণ করিয়ে দেয়, যা অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বিবেচনা না করেই নতুন করে শেয়ারও করা হয়। এতে পুরোনো তথ্য নতুনের মতো প্রচার পেয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। ফেসবুকের এই ফিচারের কারণে এর আগেও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে দেখা গেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

অন্যদিকে ইন্টারনেটে গ্রেপ্তারের তথ্য ছড়িয়ে পড়ার পর ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন পোস্টও প্রকাশিত হয়েছে। সুতরাং, সম্প্রতি নিউইয়র্ক পুলিশ কর্তৃক সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেপ্তারের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ