Saturday, March 8, 2025

গাজীপুরে শেখ রেহানার বিঘার পর বিঘা জমি, দখল করেছেন কবরস্থানও

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেষা তেলির চালা এলাকায় ৯ বিঘা জমির উপর সুবিশাল বাংলোকে হাসিনা-রেহানার বাংলো নামেই চিনেন। এই এলাকায় রয়েছে শাঁন দিয়ে বাঁধানো পুকুর ঘাট, বাগান, খেলার মাঠ, সুইমিংপুল, আলিশান ডুপ্লেক্স বাড়ি ও হাঁটার রাস্তা।

স্থানীয়রা জানান, এখানে প্রায়ই ঘুরতে আসতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের সন্তানেরা। কাটাতেন অবসর সময়। ৫ই আগস্টের পর এই বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়, করা হয় লুটপাট। এখন পুরো জায়গাটি উন্মুক্ত। গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় আরেকটি সুবিশাল বাগানবাড়ির সন্ধান পাওয়া গেছে। যার নামকরণ করা হয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিমের নামে ‘টিউলিপ টেরিটোরি’।

আরও পড়ুনঃ  ‘আয়নাঘরের’ বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

এটির মালিক শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক। এই বাগানবাড়িতে রয়েছে ডুপ্লেক্স বাড়ি, কয়েকটি টিনের ঘর বিশাল একটি পুকুর ও সুবিশাল বাগান। এতেও রয়েছে ভাঙচুরের চিহ্ন। তবে এ বাগানবাড়ির একাংশ নিজেদের বলে দাবি করছেন কেউ কেউ।

কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তাদের সম্পত্তি দখল করে এগুলো তৈরি হয়েছে। এমনকি বাদ যায়নি কবরস্থানও। এমন আরো দুইটি সুবিশাল বাংলোর খোঁজ পাওয়া গেছে গাজীপুরে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ