Thursday, March 13, 2025

ইলন মাস্কের সন্তানদের যে উপহার দিলেন মোদি

আরও পড়ুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মোদি ইলন মাস্কের সন্তানদের উপহার হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ বই তুলে দেন। বইগুলো হলো নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, দ্য গ্রেট আর কে নারায়ণের সংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র।

আরও পড়ুনঃ  গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহ

মোদির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যায়, মাস্কের সন্তানরা এই বইগুলো পড়ছে। মোদি তাঁর এক্স পোস্টে লিখেছেন, “ইলন মাস্কের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং নানা বিষয় নিয়ে আলোচনা করা ছিল অত্যন্ত আনন্দদায়ক।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ