Thursday, March 13, 2025

পিওকে সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে গোলাগুলি, হতাহতের বিষয়ে যা জানা গেল

আরও পড়ুন

ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনাদের ওপর গুলি চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই হামলা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদমাধ্যমটি নিরাপত্তা সূত্রের বারতে বলছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) অভ্যন্তরে জঙ্গলে লুকিয়ে থাকা সন্দেহভাজন দুষ্কৃতিকারীরা শনিবার দুপুরে জম্মুর সীমান্ত রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার তাদের পাশে টহলরত ভারতীয় সৈন্যদের ওপর গুলি চালায়।

সূত্রের মতে, অনুপ্রবেশের প্রচেষ্টাটি কেরি সেক্টরের একটি গ্রামের কাছে দুপুর ২ টায় এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি চালানোর পর তারাও পাল্টা গুলি করে।

আরও পড়ুনঃ  রাইসির হেলিকপ্টারের পাইলট মোসাদ এজেন্ট?

এই ঘটনায় ভারতীয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে অপর পক্ষের কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোন তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় বাহিনী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ