Friday, March 14, 2025

পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

উপজেলার মথুরাপুর এলাকার একটি বাড়ি থেকে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

ওসি জানান, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে পৌর সদরের মথুরাপুর বটতলা এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তাঁর ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বাছুর দেওয়ার ফটোসেশন করে খিচুড়ির প্যাকেট ধরিয়ে দিলো এনজিও

এর আগে গত রোববার বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাঁর সমর্থক ও স্থানীয় নেতা-কর্মীরা।

এ ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৪ জন নাম উল্লেখ করে ও দুই থেকে তিন শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই দিন রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ ১৬ জনকে মামলায় গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ