Friday, March 14, 2025

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

আরও পড়ুন

দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই ফিলিস্তিনির গাজার বিষয়ে কথা বলেছেন তিনি।সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায় তিনি শপথ গ্রহণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন বলে জানা গেছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চুক্তির সব ধাপ বাস্তবায়িত হবে কিনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরও বলেছেন, গাজা এখন একটি বিশাল ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে এবং এটিকে ভিন্নভাবে পুনর্নির্মাণ করতে হবে।

আরও পড়ুনঃ  ১৮০ দিনে কুরআন হাফেজ হলেন ১০ বছর বয়সী ইমদাদ

স্যাটেলাইট তথ্য ব্যবহার করে জাতিসংঘের তথ্যমতে, গাজার ৭০ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি বাড়িঘর।

কিছু পুনর্নির্মাণ করার আগে, ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে। যুদ্ধে গাজায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে ১৫ বছর সময় লাগবে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারীদের একটি আন্তর্জাতিক জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে, গাজায় সহায়তার প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য খাত। সেখানে ৮০ শতাংশেরও বেশি স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ