Thursday, March 13, 2025

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

আরও পড়ুন

আফগানিস্তানের তালেবান সরকারের শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদেরকে আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। রবিবার (১২ জানুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষাবিষয়ক এক সম্মেলনে মালালা এ আহ্বান জানান তিনি।

মালালা বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না। তারা ‘লিঙ্গ বর্ণবাদী’ ব্যবস্থা প্রবর্তন করেছে। ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তিতে তারা এই অপরাধকে আড়াল করে রেখেছে।

আন্তর্জাতিক আইনের আওতায় এই লিঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থাকে অপরাধ হিসাবে গণ্য করানোর চেষ্টায় সমর্থন দেওয়া এবং নারীদের শিক্ষা ও অধিকারে আফগানিস্তানের তালেবানের বাধার বিরুদ্ধে কথা বলার জন্য মুসলিম নেতাদের আহ্বান জানান মালালা।

আরও পড়ুনঃ  গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ ইসরায়েলে

পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, ওয়ার্ল্ড মুসলিম লিগের আয়োজনে দুই দিনের এই নারীশিক্ষা সম্মেলনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েক ডজন দেশের মন্ত্রী ও শিক্ষা কর্মকর্তারা অংশ নিয়েছেন।

মালালা বলেন, ‘আফগানিস্তানে মেয়েদের পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হবে। মুসলিম নেতা হিসাবে আজ আপনাদের আওয়াজ তোলার সময় এসেছে, নিজের ক্ষমতাকে কাজে লাগান।’

‘আফগান সরকারের নীতির কোনওকিছুই ইসলামিক নয় এবং তারা আমাদের এই ধর্মবিশ্বাসের সবকিছুরই বিরুদ্ধে। তারা যা করছে তা মানবাধিকরের লঙ্ঘন। কোনও ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকেই তাদের যুক্তি এখানে ধোপে টেকে না। সুতরাং তাদেরকে বৈধতা দেবেন না,’ বলেন মালালা।

আরও পড়ুনঃ  এলিফ্যান্ট রোড থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, হেফাজতে বুয়েট শিক্ষার্থী

ইসলামাবাদের এই সম্মেলনে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্ধিকী।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর তালেবান সরকার কঠোর শরিয়া আইন চালু করেছে। জাতিসংঘ এতে লিঙ্গবৈষম্য বা লিঙ্গ বর্ণবাদ আখ্যা দিয়েছে। তালেবান আফগান সংস্কৃতি এবং ইসলামিক আইন অনুসারে নারীদের অধিকারকে সম্মান করার কথা বলে আসলেও বাস্তবে দেশটিতে নারীরা কড়া বিধিনিষেধের মুখে আছে। নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ বন্ধ হয়েছে, সরকারি চাকরি থেকেও বঞ্চিত হচ্ছে তারা

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ