Friday, March 14, 2025

চাঁদাবাজির মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বাবলা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার বাবলা হাসান নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলায় বাবলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোর আমলি আদালতে পাঠায় পুলিশ।

নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিল বাবলা। এরমধ্যে মহসিন চাঁদার ৫ হাজার ২০০ টাকা দেয় তাকে। পরে বাকি চাঁদার টাকা আদায়ে চাপ দিলে বুধবার মহসিন বাদী হয়ে মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে বাবলাকে গ্রেপ্তার করে বৃস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  প্রতিটি ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান করার নির্দেশ

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর বাবলাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আরেকজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ