Thursday, May 1, 2025

৮ লাখ সেনা কাশ্মীরে থাকার পরও হামলা, তাহলে তোমরা অযোগ্য ও ব্যর্থ : শহীদ আফ্রিদি

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দক্ষিণ কাশ্মীরের পেহলগামে গত মঙ্গলবার সন্ত্রাসী হামলার জন্য ভারতীয় সেনাকে দায়ী করেছেন। এই হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।​

আফ্রিদি সামা টিভিকে বলেন, “তুমরা ৮ লাখ সেনা নিয়ে কাশ্মীরে অবস্থান করছো, আর এমন ঘটনা ঘটছে। এর মানে তোমরা অযোগ্য এবং ব্যর্থ, যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারো।”​ পেহলগামের বেইসরান ময়দানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবা (LeT) এর অংশ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)।​

আরও পড়ুনঃ  সেনাপ্রধানকে বিশ্বাস করাই আমার সবচেয়ে বড় ভুল : ইমরান খান

আফ্রিদি ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়াও সমালোচনা করেছেন। তিনি বলেন, “হামলার এক ঘণ্টার মধ্যেই তাদের মিডিয়া বলিউড হয়ে গেল। আল্লাহর জন্য সবকিছু বলিউড বানিয়ে ফেলো না।”​ তিনি আরও বলেন, “দুই ভারতীয় ক্রিকেটার যারা এতদিন ক্রিকেট খেলেছেন, তারা সরাসরি পাকিস্তানকে দায়ী করছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ