ভারতের উত্তরপ্রদেশে সড়ক তৈরিতে জায়গা করে দেয়ার জন্য ১৬৮ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমের (আরআরটিএস) করিডোর নির্মাণের জন্য মিরাতের দিল্লি রোডের মসজিদটি ভেঙ্গে ফেলা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মসজিদের ব্যবস্থাপনায় সম্পৃক্তদের সঙ্গে পরামর্শের পর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে মসজিদটি ভেঙে ফেলা হয়।
কর্তৃপক্ষের মতে, র্যাপিড রেল প্রকল্পের অগ্রগতিতে মসজিদটি বাধা সৃষ্টি করছিল; যার ফলে এটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পিটিআই-কে দেওয়া এক বিবৃতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রিজেশ কুমার সিংও একই তথ্য জানান। তিনি বলেন, পারস্পরিক সম্মতিতে মসজিদটি অপসারণ করা হয়েছে।
‘মুসলিম সম্প্রদায় মসজিদটি অপসারণের উদ্যোগ নিয়েছিল। আমি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনসিআরটিসি)-এর কর্মকর্তাদের সাথে তাদের সাথে আলোচনার সুযোগ করে দিয়েছিলাম।’ বলেন তিনি।
এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিটি, এনসিআরটিসি প্রতিনিধি এবং মসজিদ ব্যবস্থাপনার সদস্যদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ২০ ফেব্রুয়ারি আলোচনায় বসেন।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি হাজী সোয়ালে হিন নিশ্চিত করেছেন, মসজিদটি মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণে ভেঙে ফেলা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর ঐতিহাসিক মূল্য রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে মসজিদটি ১৬৮ বছরেরও বেশি পুরনো। ১৮৫৭ সালের নথিপত্র থেকে এর প্রাচীনত্ব প্রমাণিত হয়েছে।