Thursday, March 13, 2025

২৮ অক্টোবরের বিএনপির সমাবেশ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসিনার পুলিশ

আরও পড়ুন

বিএনপির ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির কথা স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহ।

শহিদুল্লাহ রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এ বিষয়টি স্বীকার করেন তিনি।

বিএনপির মহাসমাবেশ নিয়ে শহিদুল্লাহ বলেন, বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে অনেক ঝামেলা হয়েছে, এটা সঠিক। আমি ওইদিন গুলশান এলাকায় দায়িত্বে ছিলাম। এক অঞ্চলের ডিসি আরেক এলাকায় যান না। রমনায় বিশৃঙ্খলা হয়েছে। সেখানে আমি ছিলাম না। তদন্তে সঠিক রহস্য উদঘাটন হবে। এটার মাধ্যমেই মামলাটি নিষ্পত্তি হোক।

আরও পড়ুনঃ  সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আয়োজন করে। পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়, যার ফলে যুবদল নেতা শামীম নিহত হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শহিদুল্লাহকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ